Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে পিঁয়াজের বাজারে জরিমানা
পিঁয়াজের বাজারে

মতলব দক্ষিণে পিঁয়াজের বাজারে জরিমানা

মতলব দক্ষিণে পিঁয়াজের বাজারে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরমিানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলা সদরের বাজারটিতে ভোক্তাদের অভিযোগের প্রক্ষিতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

সহকারী কমশিনার ( ভুমি)নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুশরাত সারমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে ভোক্তা অধিকার আইন-২০০৯ ধারায় ৪ পিঁয়াজ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়। যেসব প্রতিষ্ঠানগুলোতে জরিমানা করা হয়েছে সেগুলো হচ্ছে – হাজী এন্টার প্রাইজ ১৫ চত টাকা,রুহুল আমিন ষ্টোরের ৮০০০ টাকা,অজয় ঘোষের দোকানে ৮০০০ টাকা ও ফরাজী ষ্টোরের ৮০০০ টাকা।

আরও দেখুন : পিঁয়াজের লঙ্কাকাণ্ড : একদিনেই সেঞ্চুরি হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর গাজী খোরশেদ আলম, থানার ডাব- ইন্সপেক্টর মোঃ সফিকুল ইসলাম। ছবির ক্যাপসনঃ মতলব দক্ষিণে পিঁয়াজের বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ( ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট নুসরাত শারমিন।

প্রতিবেদক : মাহফুজ মল্লিক, ১৬ সেপ্টেম্বর ২০২০