ময়মনসিংহের ফুলপুরের ভাইটকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পা দিয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিচ্ছে প্রতিবন্ধী মরিয়ম। সে ফুলপুর উপজেলার ভাইটকান্দি গ্রামের মৃত মুক্তার হোসেনের মেয়ে।
দু’ হাত ছাড়াই পৃথিবীর আলো দেখে মরিয়ম। দু’ পা দিয়েই জীবন সংগ্রামে এগিয়ে যাচ্ছে ১২/১৩ বছরের শিশু মরিয়ম। লেখালেখি থেকে শুরু করে সব কাজ সে পা দিয়েই করে।
ভাইটকান্দি স্কুল থেকে এবার সে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিেেয় পা দিয়ে উত্তরপত্র লিখছে।
মরিয়ম লেখাপড়া করে বড় হতে চায়। লেখাপড়া সম্পন্ন করতে সাহায্যের জন্য পথে নামতে হচ্ছে। তাকে পা দিয়ে অনবরত লিখতে দেখে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। সে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছে ।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৯:০০ পিএম, ২১ নভেম্বর ২০১৬, সোমবার
এজি/ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur