পাহাড়ে নগ্ন হয়ে ছবি তোলায় মালয়েশিয়ায় ভূমিকম্প!

আন্তর্জাতিক ডেস্ক :

মালয়েশিয়ায় ভূমিকম্পের জন্য নগ্ন পর্যটকদের দায়ী করেছেন স্থানীয় জনগণ। তাদের অভিযোগ, পর্যটকরা নগ্ন হয়ে ছবি তুলে স্থানটির পবিত্রতা নষ্ট করেছেন। এজন্যই ভূমিকম্প আঘাত হেনেছে। পাহাড়ে নগ্ন হয়ে ছবি তোলায় `আকি` (পাহাড় রক্ষাকারী) ভূমিকম্পের মাধ্যমে তাদের শাস্তি দিয়েছেন। মালয়েশিয়ার একটি সংবাদ মাধ্যম এ সংবাদ প্রকাশ করেছে। ইন্টারনেট।

উল্লেখ্য, মালয়েশিয়ার সাবাহ প্রদেশের বর্নো দ্বীপে শুক্রবার ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে এক ব্যক্তি নিহত ও ১৯০ জন পর্বতে আটকা পড়ার খবর পাওয়া গেছে।

সাবাহ প্রদেশের এক ওয়েব ডেভেলপার জানান, রানাউ পাহাড়ের পবিত্র স্থানে নগ্ন হয়ে মূত্রত্যাগের কারণে পাহাড়ি আত্মারা অপমানিত বোধ করেছেন। তাই তারা ভূমিকম্পের মাধ্যমে প্রতিশোধ নিয়েছেন।

শনিবার ০৬ জুন ২০১৫ :  ০১:০৭ অপরাহ্ন

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Share