Home / চাঁদপুর / কুমিল্লা বোর্ডে পাসের হারে শীর্ষে চাঁদপুর জেলা
পাসের
চাঁদপুরের কচুয়ায় এইচএসসিতে সাফল্যের শীর্ষে ড. মনসুরউদ্দীন মহিলা কলেজ

কুমিল্লা বোর্ডে পাসের হারে শীর্ষে চাঁদপুর জেলা

কুমিল্লা বোর্ডের অধীনে ৬ জেলার মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে চাঁদপুর জেলা। এ বছর জেলায় পাসের হার ৯৪.২৮ শতাংশ। চাঁদপুর জেলায় এবছর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৫৯৮ জন শিক্ষার্থী।

চাঁদপুরে এইচএসসি পরীক্ষায় ১২ হাজার ৮৩৫ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। ৯৩.৭৩ শতাংশ পাস নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কুমিল্লা জেলা এবং ৮৯.১৫ শতাংশ পাস নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লক্ষীপুর জেলা।

জানা গেছে, চাঁদপুর জেলার ৬৫টি কলেজের পরীক্ষার্থীরা ৩৪টি কেন্দ্রে ১৩ হাজার ৬শ’১৪ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। এর মধ্যে পাস করেছে ৫ হাজার ৩৭১ জন ছাত্র এবং ৭ হাজার ৪৬৪ জন ছাত্রী।

হাজীগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষায় ২৪২৪ জন অংশগ্রহণ করে পাস করেছে ২৩২৬ জন। পাসের হার ৯৫.৯৬%। জিপিএ-৫ পেয়েছে ৪৬৮ জন, এ গ্রেড ১২৪৫ জন, এ মাইনাস ৪৩৮ জন, বি গ্রেড ১৪৯ জন, সি গ্রেড ২৬ জন ও ডি গ্রেড ০০ জন এবং অকৃতকার্য হয়েছে ৯৮ জন। উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জিপিএ-৫ সেরা হাজীগঞ্জ সরকারী মডেল কলেজ ও দ্বিতীয় হাজীগঞ্জ ডিগ্রি কলেজ।

এদিকে কচুয়ায় এইচএসিতে শতকরা পাসের হার ৯৬ ভাগ। এইচএসসি পরীক্ষার ফলাফলে কচুয়া থেকে ৯টি কলেজ থেকে ২০৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১১৭০জন পাস করেছে।

হাইমচর উপজেলায় হাইমচর সরকারি কলেজ এইচএসসি পরীক্ষায় ৭৪জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়ে উপজেলার সেরা হওয়ার গৌরব অর্জন করেন। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এসএইচসি পরীক্ষায় ৪০৬ জন পরীক্ষার্থীদের ৩৮৯ জন কৃতকার্য হয়। পাসের ৯৬.০৬%। হাইমচর সরকারি কলেজ জিপিএ-৫ পেয়েছে ৭৪ জন। এদের মধ্যে বিজ্ঞান শাখা থেকে ৫৯ জন, ব্যবসা শাখায় ২ জন ও মানবিক শাখায় ১৩ জন জিপিএ-৫ পেয়েছে। মোয়াজ্জেম হোসেন কলেজ ৫৩ জন পরীক্ষা অংশগ্রহণ করে ৫১ জন পাস করে। পাসের হার ৯৬.২৩, জিপিএ ৫ পেয়েছে ২ জন।

কুমিল্লা বোর্ডে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫ : এদিকে কুমিল্লা শিক্ষাবোর্ডে পরীক্ষায় কমেছে পাসের হার। তবে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। এবার কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৯২ দশমিক ২৮ শতাংশ। যা গতবার ছিল ৯৬ দশমিক ৮৭ শতাংশ। অন্যদিকে এবার জিপিএ-৫ পেয়েছেন ১৯ হাজার ১৯৮ জন। গত বছরের এই সংখ্যা ছিল ১৪ হাজার ২৪৫ জন।

কুমিল্লা শিক্ষাবোর্ডের তথ্যমতে, এবার ছাত্র পাসের হার ৯১ দশমিক ৫৬ শতাংশ এবং ছাত্রী পাসের হার ৯১ দশমিক ০৬ শতাংশ। এবার ১ হাজার ৭৬৩ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৭০ হাজার ৪৮৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এবার এই বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮৬ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৭০ হাজার ৪৮৪ জন।

তিন বিভাগের মধ্যে এবার ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে সর্বোচ্চ ৫৯ হাজার ১৫০জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এছাড়া মানবিক বিভাগ থেকে ৫৭ হাজার ১০৪ জন এবং বিজ্ঞান বিভাগ থেকে ৫৪ হাজার ২২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এছাড়া এ বোর্ড বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছে ৯৮ দশমিক ৬১ শতাংশ, মানবিক বিভাগে পাস করেছে ৮৪ দশমিক ২৪ শতাংশ, বাণিজ্যিক বিভাগ থেকে পাস করেছে ৯২ দশমিক ৪৫ শতাংশ। শতকরা পাস করেছে ২১১টি প্রতিষ্ঠান।

বোর্ডে জিপিএ-৫ বেশি পেয়েছে মেয়েরা: দ কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৯৯১ জন। পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্তিতেও মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে। এ বছর ৫ হাজার ৬৮৪ জন ছেলে এবং ৯ হাজার ৩০৭ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে। এ বছর পাসের হার ৯০.৭২ ভাগ। পাসের হারে ছেলেদেও তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। মেয়েদের পাসের হার ৯১.৩৯ ভাগ আর ছেলেদের পাসের হার ৮৯.৮৪ ভাগ। সব বিভাগেই পাসের হারে মেয়েরা এগিয়ে রয়েছে। বিজ্ঞান বিভাগে ছেলেদের পাসের হার ৯৫.৫৯ ভাগ আর মেয়েদের পাসের হার ৯৫.৯৯ ভাগ। মানবিক বিভাগে ছেলেদের পাসের হার ৮৪.৯৯ ভাগ আর মেয়েদের পাসের হার ৮৯.৩২ ভাগ। বাণিজ্য বিভাগে ছেলেদের পাসের হার ৯০.৩২ ভাগ আর মেয়েদের পাসের হার ৯২.০৯ ভাগ।

স্টাফ করেসপন্ডেট, ৯ ফেব্রুয়ারি ২০২৩