২০২০ সালে সীমিত পরিসরে পালিত হবে হজ্জ । সৌদি আরবে অবস্থানকারী বিভিন্ন দেশের নাগরিকদের সমন্বয়ে। বৈশ্বিক করোনা মহামারীর কারণে বহির্বিশ্ব থেকে কারো আসার অনুমতি থাকছে না।
সৌদি আরবে বসবাসরত বিভিন্ন দেশের সীমিত সংখ্যক মানুষ নিয়ে এবারের হজ্জ অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস মহামারির অব্যাহত ঝুঁকির কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ।
আজ ২২ জুন সোমবার সৌদি হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, এই মহামারীজনিত ঝুঁকি থেকে মানুষকে রক্ষার জন্য সমস্ত প্রতিরোধমূলক ব্যবস্থা এবং প্রয়োজনীয় সামাজিক দূরত্বের প্রোটোকল পর্যবেক্ষণ করার সাথে সাথে ইসলামের শিক্ষার সাথে সামঞ্জস্য রেখে হজকে জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে নিরাপদ পদ্ধতিতে সম্পাদন ও নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেই হিসেবে বলা চলে, আন্তর্জাতিকভাবে হজ্ব হচ্ছে না। শুধুমাত্র সৌদির অভ্যন্তরে অবস্থানরত সৌদি নাগরিক ও বিভিন্ন দেশের মানুষদের জন্য নানা শর্তসাপেক্ষে হজ্বের অনুমতি থাকছে।
সাগর চৌধুরী, সৌদি আরব করেসপন্ডেন্ট। ২৩ জুন ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur