পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে শিক্ষা মূলক প্রোগ্রাম সফল করতে মতবিনিময়

চাঁদপুরের কচুয়া উপজেলায় পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে আগামী ১৩ নভেম্বর বৃহস্পতিবার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিতিতে ইআরআই শিক্ষামূলক অনুষ্ঠান সফল করতে পূর্ব প্রস্তুতি মূলক সভা করা হয়েছে।

রবিবার দুপুরে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মিলনায়তনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও দলীয় নেতাকর্মীদের নিয়ে এ প্রস্তুতি মূলক সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠান উদযাপন কমিটির অন্যতম সদস্য ও ওই কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মো: ইউসুফ মিয়াজী। পরে তিনি কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য মাঠ অনুষ্ঠান স্থল পরিদর্শন করেন।

এসময় কলেজের অধ্যক্ষ মো: ফজলুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপন, সাবেক উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আওলাদ মিয়াজী, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহপরানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৯ নভেম্বর ২০২৫