গৌরব, সাফল্য ও সংগ্রামের ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কচুয়ায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পালাখাল রোস্তম আলী কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে বুধবার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক মো. ইউসুফ মিয়াজ
কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. শাহ পরানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জুয়েল হোসেন হিমেলের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের একাংশের সাংগঠনিক সম্পাদক শাহীন পাটওয়ারী, ইউনিয়ন বিএনপি’র সভাপতি প্রফেসর আব্দুল কুদ্দুস, সাধারন সম্পাদক হুমায়ুন কবির তালুকদার লিটন, ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন বাবুল, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল প্রধান আবেগ, সহ-সভাপতি রফিকুল ইসলাম রনি, তাজুল ইসলাম, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম পাটওয়ারী, যুগ্ন সাধারন সম্পাদক শাহাবুদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জুয়েল, পালাখাল মডেল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি আল আমিন, যুগ্ন সাধারন সম্পাদক জাবের হোসেন, এনামুল হাসান ও সাংগঠনিক সম্পাদক সোলেমান পাটওয়ারী প্রমুখ। পরে দিবসটি উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,১ জানুয়ারি ২০২৪