Home / উপজেলা সংবাদ / কচুয়া / পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি পুর্ণবহাল
পালাখাল

পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি পুর্ণবহাল

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ গভর্নিংবডির সভাপতি পদে বিশিষ্ট ব্যাংকার ও শিক্ষানূরাগী মো. আবুল কালাম আজাদকে পূর্ণবহাল করা হয়েছে। বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট অনিমেষ চন্দ্র বালা বিজ্ঞ আদালতে রীট দাখিল করলে বিজ্ঞ মহামান্য হাই কোর্ট এ রায় প্রদান করেন।

এর আগে ৩ নভেম্বর কলেজ পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে জাতীয় বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ^বিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার তাঁকে এ কলেজের গভর্নিংবডির নতুন সভাপতি পদে অনুমোদন দেন। পরবর্তীতে তাকে বাদ দিয়ে অন্য একটি কমিটি করা হয়। পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে এ পদে বহাল রাখতে রীট করা হলে মঙ্গলবার বিজ্ঞ আদালত তাকে পূর্ণবহাল করেন।
জানা গেছে, ব্যাংকার মো. আবুল কালাম আজাদ পালাখাল গ্রামের বিশিষ্ট সমাজসেবক মো. সিরাজুল ইসলামের সুযোগ্য সন্তান। তিনি কচুয়ার পালাখাল উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৪ সালে প্রথম বিভাগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাঁদপুর সরকারি কলেজে ভর্তি হন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে এপ্লাইড মেথমেটিকসে এমএসসি ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি চট্টগ্রাম থেকে (ফাইনান্স) এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৭ সালে পেশাগত সর্বোচ্চ ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি উঅওইই লাভ করেন।

ছাত্র জীবনে তিনি ৫ম ও ৮ম শ্রেনিতে টেলেন্টপুলে বৃত্তি পেয়েছিলেন। এসএসসিতে কৃতিত্ব পুর্ন ফলাফলের জন্য ১৯৮৬ সালে চাঁদপুর জেলা ফাউন্ডেশন বৃত্তি লাভ করেন। মেধাবী ছাত্র হিসাবে ডিগ্রি ও মাস্টার্স লেভেলে বিনা বেতনে পড়ার সুযোগ পান। ক্যারিয়ার ব্যাংকার আবুল কালাম আজাদ ১৯৯০ সালে শুরু করে ইউইখ, অমৎধহর ইধহশ, গঁঃঁধষ ঞৎঁংঃ ইধহশ, চৎরসব ইধহশ এ সুনাম ও সততার সাথে চাকুরী করেন। বর্তমানে তিনি ঝড়ঁঃয ইধহমষধ ধমৎরপঁষঃঁৎব ধহফ ঈড়সসবৎপব ইধহশ ঢ়ষপ, ঝইঅঈ ইঅঘক চষপ এ সিনিয়র ম্যানেজমেন্ট হিসাবে কর্মরত আছেন।

তাছাড়াও এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত আবুল কালাম আজাদ, পালাখাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা, পালাখাল-দোয়াটি ঈদগাঁ কমিটির সভাপতি, চট্টগ্রামস্থ-চাঁদপুর সমিতির আজীবন সদস্য, টঝঞঈ গইঅ ঈষঁন এর সাবেক সহ সভাপতি, ঢাকাস্থ-কচুয়া কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা কার্যকরি সদস্য, ঢাকাস্থ-হাতিরঝিল ভোরের সাথী প্রভাতি কল্যান সংঘের সহ-সভাপতি, অগ্রনী ব্যাংক অফিসার সমিতি, চট্টগ্রাম এর সাবেক ক্রীড়া সম্পাদকসহ একাধিক সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে সমাজসেবায় নিয়োজিত রয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি ২ সন্তানের জনক। মেয়ে ডেনমার্ক প্রবাসী আর ছেলে গাজীপুর ওটঞ তে ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত। তিনি ২০১৯ সালে হজব্রত পালন করেন। তার স্ত্রী চট্টগ্রাম কলেজ থেকে গঅ ফবমৎবব অর্জন করেন। তিনি একজন ক্রীড়ানূরাগী, পড়তে ও দেশ ভ্রমণ করতে পছন্দ করেন। ইতিমধ্যে তিনি ভারত, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইউএই, সৌদি আরবসহ বেশ কিছু দেশে ভ্রমণ করেছেন। প্রগতিশীল মননের অধিকারী আবুল কালাম আজাদের শিক্ষা ও সংস্কৃতিতে সমান আগ্রহ রয়েছে। অন্যদিকে ওই কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে ১৪ ডিসম্বের শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে আয়োজিত অনুষ্ঠানে তিনি যোগদান করেন এবং কলেজের দাতা প্রয়াত রোস্তম আলী মিয়ার কবর জিয়ারত করেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৪ ডিসেম্বর ২০২৪