পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের সভাপতি মামুনুর রশিদ ও বিদ্যোৎসাহী ইউসুফ

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ গভর্নিংবডির সভাপতি হিসেবে উপজেলা বিএনপি’র অন্যতম নেতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যাংকার মো. মামুনুর রশিদ মোল্লা ইসলাম ও বিদ্যোৎসাহী সদস্য হিসেবে কচুয়া উপজেলা উত্তর বিএনপি’র সাধারন সম্পাদক মো. ইউসুফ মিয়াজী মনোনীত হয়েছে।

২১ আগস্ট জাতী বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে। বিষয়টি পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল হক নিশ্চিত করেছেন।

এদিকে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের নয়া কমিটির গভর্নিং বডির সভাপতি হিসেবে বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যাংকার মো. মামুনুর রশিদ মোল্লা ইসলাম ও বিদ্যোৎসাহী সদস্য হিসেবে কচুয়া উপজেলা উত্তর বিএনপি’র সাধারন সম্পাদক মো. ইউসুফ মিয়াজী মনোনীত হওয়ায় তারা বলেন, সবার সহযোগিতা ও সমর্থন নিয়ে সুন্দর সু-শৃঙ্খল শিক্ষা বান্ধব প্রতিষ্ঠান ও একাডেমিক উন্নয়নে এগিয়ে যেতে সকলের সহযোগিতা ও পরামর্শ চাই।

প্রতিবেদক: জিসান আহেমদ নান্নু, ২২ আগস্ট ২০২৫