Home / উপজেলা সংবাদ / পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের শেষ কর্মদিবস
পালাখাল

পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের শেষ কর্মদিবস

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলামের শিক্ষকতা জীবনের বুধবার ছিল শেষ কর্মদিবস। এ উপলক্ষে বুধবার সকালে কলেজে বিভিন্ন শ্রেনিকক্ষে গিয়ে তিনি শিক্ষার্থীদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় গ্রহন করেন। এসময় কলেজের সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন মোল্লা, ফজলুল হক, আবুল খায়ের, দেলোয়ার হোসেন, সেলিম হোসেন মিয়াজীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, কচুয়া উপজেলার ভূঁইয়ারা গ্রামের অধিবাসী হাজারো মানুষ গড়ার কারিগর, মো. নজরুল ইসলাম ১৯৯৬ সালের ৩ সেপ্টেম্বর রোস্তম আলী ডিগ্রি কলেজে প্রভাষক পদে যোগদান করেন। পরবর্তীতে তিনি ২০০৭ সালে সহকারী অধ্যাপক ও ২০২২ সালের জানুয়ারী মাসে একই কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করে ১ জানুয়ারী বর্ণাঢ্য চাকুরী জীবনের সমাপ্তি করেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১ জানুয়ারি ২০২৪