Home / উপজেলা সংবাদ / কচুয়া / পালাখাল জনতা ব্যাংকের ক্যাশিয়ার মারা গেছেন
ব্যাংকের

পালাখাল জনতা ব্যাংকের ক্যাশিয়ার মারা গেছেন

চাঁদপুরের কচুয়া উপজেলার উত্তর পালাখাল গ্রামের অধিবাসী, বিশিষ্টি ব্যাংকার মোঃ দেলোয়ার হোসেন (ক্যাশিয়ার) আর বেচেঁ নেই (ইন্নালিল্লাহি ….. রাজিউন)। তিনি শনিবার ভোর ৬ টা ৩০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়ে সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। ওইদিন বাদ আসর উত্তর পালাখার মোড় সংলগ্ন হাজারো মানুষের উপস্থিতিতে জানাজা শেষে মরহুমের মরদেহ উত্তর পালাখাল গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এলাকার মানুষের কাছে দেলোয়ার ক্যাশিয়ার নামে পরিচিত এ মানুষটি একজন সৎ ও পরিশ্রমি মানুষ ছিলেন। নিজ কর্মগুনে পালাখাল জনতা ব্যাংকে ক্যাশিয়ার থাকাকালীন সততার সাথে দায়িত্ব পালন করেন এবং এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারসহ এলকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৪ মে ২০২৫