Home / উপজেলা সংবাদ / কচুয়া / পালাখাল ছালেহীয়া মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া
মাদ্রাসার

পালাখাল ছালেহীয়া মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল ছালেহীয়া আলিম মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আব্দুর রাজ্জাক আনোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মজুমদার।

মাদ্রাসার সহকারী প্রভাষক মোহাম্মদ উল্যাহ’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসা প্রতিষ্ঠা পরিবারের সদস্য নারায়নগঞ্জ আইডিয়াল পাইভার ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক মো. রাকিবুল হাসান জেমস, মাদ্রাসার উপাধ্যক্ষ মো. ছাদেকুর রহমান, সাবেক অধ্যক্ষ মাওলানা একেএম দেলোয়ার হোসেন ভূঁইয়া, সাচার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. হেদায়েত উল্যাহ, খিলমেহের আহমাদিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মো. নজরুল ইসলাম। অভিভাবক সদস্য মিজানুর রহমান মিয়াজী, হাফেজ ইদ্রিস মজুমদারসহ আরো অনেকে।

পরে ওই মাদ্রাসার ৩১ জন আলিম পরীক্ষার্থীর সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১০ জুন ২০২৪