স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে চাঁদপুরের কচুয়ায় বার্ষিকী ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়।
মাদ্রাসার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মোহাম্মদ উল্যাহ ও নজরুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান জয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আব্দুর রাজ্জাক আনোয়ারী,পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদ উল্যাহ পাটওয়ারী,ঢাকা আইডিয়াল ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেটের নির্বাহী পরিচালক রকিবুল হাছান জেমস,অভিভাবক সদস্য মিজানুর রহমান সহ আরো অনেকে। পরে বিভিন্ন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২৮ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur