‘আমার জীবন আমার সম্পদ,বীমা করলে থাকবে নিরাপদ’ এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। বুধবার ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি পালাখাল জোনাল অফিসের আয়োজনে র্যালি বের করা হয়। র্যালিটি পালাখাল বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে সাংগঠনিক অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পালাখাল জোনাল অফিসের এজিএম মো. নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পালাখাল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রুহুল আমিন।
এসময় গ্রাহকদের মাঝে ৫০ লক্ষ টাকার বীমা দাবি পরিশোধ করা হয় এবং জাতীয় বীমা দিবস ঘোষনা করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান তারা।
এসময় ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি পালাখাল শাখার বীমা গ্রাহক,ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১ মার্চ ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur