চুলের পরিচর্যার জন্য বৃহস্পতিবার পার্লারে গিয়েছিলেন বলিউড তারকা বিপাশা বসু। সেখানে একটি মেশিন হাত ফসকে গিয়ে বিপাশার মুখে পড়ে। মেশিনটি গরম হওয়ায় বিপাশার হাত ও মুখের কিছু অংশ পুড়ে যায়।
পুড়ে যাওয়া মুখের ছবি নিজেই ইন্সটাগ্রামে প্রকাশ করেছেন বিপাশা। পার্লারের হেয়ার স্টাইলিস্টের অসচেতনার জন্যই এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই হেয়ার স্টাইলিস্টের মধ্যে কোনো রকম অনুতাপ দেখা যায়নি বলে জানান বিপাশা।
এই বলিউড তারকা বলেন, ‘ঘটনার পর ওই হেয়ারস্টাইলিস্ট বিন্দুমাত্র অনুতপ্ত ছিলেন না। কোনো খারাপ লাগাও তৈরি হয়নি তার। যেন কিছুই হয়নি অথবা এমন ঘটনা প্রায়ই হয়।’
নিউজ ডেস্ক || আপডেট: ০৬:৩৭ পিএম, ২৮ নভেম্বর ২০১৫, শনিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur