ঢাকাইয়া সিনেমার নায়িকাদের পারিশ্রমিকের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী। ছবিপ্রতি সাত লাখ টাকাও পারিশ্রমিক হাঁকিয়েছেন তিনি। ডিরেক্টররাও সেই পারিশ্রমিক দিয়েই ছবিতে সাইনিং করাতেন তাকে।
কারণ সিনেমায় মৌসুমী থাকা মানেই ভিন্নমাত্রা যোগ হওয়া। কিন্তু সেই মৌসুমীই কিনা এবার পারিশ্রমিক ছাড়াই সিনেমায় কাজ করলেন। পরিচালক দিলশাদুল হক শিমুলের ‘লিডার’ চলচ্চিত্রে একজন রাজনীতিবিদের চরিত্রে দেখা যাবে মৌসুমীকে।
নির্মাতা জানিয়েছেন, ‘লিডার’ চলচ্চিত্রের অভিনয়শিল্পীর প্রাথমিক তালিকা তৈরীর সময় থেকেই আমার প্রথম পছন্দ ছিলেন মৌসুমী আপা। ওনাকে চিত্রনাট্য শোনানোর পর উনি সাথে সাথে রাজি হয়ে গেলেন কাজটি করতে। চমক আরও অপেক্ষা করছিল আমার জন্য। সাইনিং চেক দেয়ার দিন উনি চেকটা হাতে নিয়ে বললেন- ‘শিমুল, এমন একটি কাজ আমাদের চলচ্চিত্র ইতিহাসকে সমৃদ্ধ করবে। তোমার স্ক্রীপ্ট আমার খুব ভালো লেগেছে তাই কাজটা আমি বিনা পারিশ্রমিকে করবো। এই কাজের স্মৃতি হিসেবে সাইনিং চেকটা শুধু আমার কাছে রেখে দিলাম।’
ইতিমধ্যেই ‘বঙ্গবন্ধু হও অাবার’ শিরোনামে সিনেমার একটি গান ভার্চুয়াল জগতে বেশ সাড়া ফেলে দিয়েছে। গানটি লিখেছেন ও গেয়েছেন পরিচালক দিলশাদুল হক শিমুল। সংগীতায়োজন করেছেন জীবন বিশ্বাস।
ছবিটিতে মৌসুমীর পাশাপাশি আরও আছেন ওমর সানী, ফেরদৌস, মতিন রহমান, আহমদে শরীফ, সোহেল খান প্রমুখ। নতুন বছরের শুরুর দিকে মুক্তি পাবে ‘লিডার’। শিগগিরই ছবিটির মুক্তির তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন ছবিটির নির্মাতা।
নিউজ ডেস্ক : আপডেট ০২:০০ পিএম, ১৮ মার্চ ২০১৬, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur