০১ অগ্রাহায়ন ১৪২৪ নবান্ন উৎসব চাঁদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বুধবার (১৫ নভেম্বর) জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে পালন করা হয়েছে।
এ উপলক্ষে শোভাযাত্রা, পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসবটি পালন করা হয়।
সন্ধ্যায় জেলা শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। তিনি বক্তব্যে বলেন, মেলার আয়োজন করবে জেলা প্রশাসন। ক্রীড়া মাস ও সাংস্কৃতিক মাসের মত চাঁদপুরে পিঠা মেলার আয়োজন করা হবে। মেলায় বিভিন্ন ধরনের সুস্বাধু পিঠা বিক্রয় করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জি এম শাহীন।
জেলা কালচারাল অফিসার আবু সালেহ মোহাম্মদ আবদুল্লাহ এর পরিচালনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সভাপতি বিএম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উৎসবে অংশগ্রহনকারীদের তৈরী বিভিন্ন ধরনের পিঠার রেসিপি পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
পরে উৎসবে অংশগ্রহনকারী ৩২ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ ১০ : ৪৩ পিএম, ১৫ নভেম্বর, ২০১৭ বুধবার
ডিএইচ