প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফরিদগঞ্জ ছাত্রদল।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা রাতে ফরিদগঞ্জ বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জানান নেতাকর্মীরা।
কর্মসূচিতে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আব্দুল কাইয়ুম সুমন, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক কাউছার মিজি রাপিকুল ইসলাম, কলেজ সভাপতি পারভেজ হোসেন, সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, সুবিদপুর পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি অনিক মাসুদ, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শাকিল খান শরীফ, ছাত্রদল নেতা তানজিল গাজী, জুয়েল, সালমান হোসেন, গাজী ও তানবীরা হোসেন বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ২১ এপ্রিল ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur