সারাদেশ

পাবনায় পুকুর খনন করতে গিয়ে রহস্যময় সুড়ঙ্গ পথের সন্ধান

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক :

পাবনায় পুকুর খনন করতে গিয়ে সন্ধান মিলল রহস্যময় সুড়ঙ্গ পথের !

পাবনার ঈশ্বরদী উপজেলার নুরুল্লাপুর গ্রামে পুকুর খনন করতে গিয়ে প্রাচীন একটি রহস্যময় সুড়ঙ্গ পথ ও ইটের তৈরি বাড়ি সদৃশ্য স্থাপনার সন্ধান পাওয়া গেছে।

উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের খন্দকার খায়রুল ইসলামের ব্যক্তি মালিকানাধীন একটি জমিতে পুকুর খনন করার সময় ওই প্রাচীন স্থাপত্যের নিদর্শন মেলে।

মালিক খন্দকার খায়রুল ইসলাম জানান, আমি ১৯৪৭ সালে জনৈক অন্তু মজুমদারের কাছ থেকে এই জমি কিনেছিলাম। ক’দিন আগে ড্রেজার মেশিন দিয়ে খননের কাজ শুরু করেন। পুকুরটি প্রায় ২৫ ফুট খনন করার পর মাটি কাটার শ্রমিকরা প্রথমে কিছু পুরনো ইটের সন্ধান পান।

এরপর মাটি খুঁড়তে খুঁড়তে পাকা ঘরের মোটা বিম ও চওড়া দেওয়াল আবিষ্কার করেন তারা। এ সময় বাড়ি সদৃশ্য স্থাপনা ও দেওয়ালের পাশেই একটি সুড়ঙ্গ পথের সন্ধান পান মাটিকাটা শ্রমিকরা।

খায়রুল ইসলাম জানান, সুড়ঙ্গপথ দেখে মাটি কাটা শ্রমিকরা ভয় পেয়ে মাটিকাটা বন্ধ করে দিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানোয়ার হোসেন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের হেফাজতে দিয়েছি। পুকুর খনন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ করা হয়েছে।

ইউএনও আরও জানান, বিষয়টি জেলা প্রশাসকের মাধ্যমে আমরা প্রত্নতত্ব বিভাগকে লিখিতভাবে জানিয়েছি। তাদের বিশেষজ্ঞ টিম দিয়ে স্থাপনার বিষয়টি খতিয়ে দেখে যে নির্দেশনা দেবে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আপডেট :   বাংলাদেশ সময় : ০৯:১২ অপরাহ্ন, ২৬ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, শনিবার ১১ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

Share