Home / খেলাধুলা / পাবজি খেলা দ্বন্দ্বে বন্ধুকে কুপিয়ে হত্যা
পাবজি খেলা

পাবজি খেলা দ্বন্দ্বে বন্ধুকে কুপিয়ে হত্যা

অনলাইন গেম পাবজি খেলাকে কেন্দ্র করে বন্ধু মো. সজিব মিয়ার হাতে খুন হয়েছেন কিশোর গোলাম রসুল। গত ২৭ জুলাই দিবাগত রাতে মাগুরা সদর থানা এলাকায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় সজিব মিয়াকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মালীবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

তিনি বলেন, ফ্রি-ফায়ার, পাবজি খেলা ও অ্যাকাউন্ট হ্যাকিং নিয়ে অভিযুক্ত কিশোর মাগুরা সদরের বেরইল পলিতা দক্ষিণপাড়া গ্রামের সজিব মিয়ার সঙ্গে একই গ্রামের কাজী গোলাম রসুলের বিরোধ তৈরি হয়। ওই বিরোধের জেরে গত ২৭ জুলাই রাতে গোলাম রসুলকে একা পেয়ে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় সজিব। গুরুতর আহত অবস্থায় গোলাম রসুলকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তের ধারাবাহিকতায় নরসিংদী সদর থানা থেকে সজিবকে গ্রেফতার করা হয়।

ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের (ভিপিএন) মাধ্যমে বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন গেমস ও অ্যাপস। এসব ক্ষেত্রে সিআইডির কোনো নজরদারি রয়েছে কি না- জানতে চাইলে মুক্তা ধর বলেন, আমাদের চৌকশ সাইবার টিম এ ব্যাপারে কাজ করছে। বিষয়গুলো নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

ঢাকা চীফ ব্যুরো, ২৫ আগস্ট,২০২১;