পান চিবুনো সম্পর্কে ইসলাম কি বলে?

‎Monday, ‎22 ‎June, ‎2015  12:25:24 AM

দেলোয়ার হোসাইন:

ইসলাম ধর্ম কি পান চিবুনো সমর্থন করে, নাকি নিষেধ করছে ? পান না খেলে কেউ মারা যায় ?

ইসলামী শরীয়াত পান চিবুনো সম্পর্কে সরাসরি নিষেধ না করলেও এটি নিষিদ্ধ হওয়ার বিষয়ে কিছু যৌক্তিক ব্যাখ্যা রয়েছে। এছাড়া  পান না খেলেও কেউ মারা যায় না । তাই পান চিবানো হচ্ছে একপ্রকার অপচয়/একটি বদ অভ্যাস ।

সপক্ষে যুক্তি হচ্ছে-
(১) পান খেলে দাঁত ও মুখের ক্ষতি হয়, (মুখ গহ্বরে ক্যান্সারের অন্যতম কারণ হচ্ছে ‘পান চিবানো’ )
(২) কেউ পান মুখে নিয়ে কথা বললে আরেকজনের ভিতরে অরুচি জন্মায়,
(৩) পানের রস কিংবা লালা যদি কাপড়ে লাগে সেটি দেখতে নোংরা মনে হয় ।
(৪) পান কেনা/চিবানোর পিছনে অহেতুক সময় ও অর্থ খরচ হয় ।

যেহেতু পান চিবানোর অভ্যাসটি আরেকজনের কাছে বিরক্তিকর, অরুচির কারণ এবং এর দ্বারা নিজের শরীর, কাপড় চোপড় নোংরা হবার সুযোগ থাকে ।
সুতরাং- পান চিবানোকে ইসলাম ধর্ম কিছুতেই অনুমোদন করতে পারে না ।

উপরন্তু ইসলাম আল কোরআন অনুযায়ী ‘যে কোন ধরণের অপচয়, বিলাসিতা সম্পুর্নভাবে নিষিদ্ধ’ । আর পান চিবানোর কাজটা অপচয়ের মধ্যেই পড়ে । সুতরাং ইসলাম ধর্মে পান চিবানো ১০০% নিষিদ্ধ ।

তবে পান খাওয়ার ব্যাপারে বর্তমান সময়ের ইসলামী গবেষক ডা. জাকের নায়েক বলেছেন, পানে তামাক থাকলে তা হারাম এবং তামাক না থাকলে খাওয়ার অনুমতি আছে। অর্থাৎ ইসলামে যেকোনভাবে তামাক নেয়াটাই নিষিদ্ধ।

 আসুন, ইসলামকে জানার চেষ্টা করি এবং সেই অনুযায়ী পথ চলি।

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/২০১৫

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share