হাজীগঞ্জ

হাজীগঞ্জ সেন্দ্রা পানি ব্যবস্থাপনা সমিতির পর্যবেক্ষণ সভা

হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা-বেলচোঁ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্যোগে সোমবার (৭ আগস্ট) সকালে সেন্দ্রা বাজার সমিতির কার্যালয়ে পর্যবেক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সেন্দ্রা বেলচোঁ খাল ড্রেনেজ-ইরিগেশন-পানি নিষ্কাশন ও সেচ প্রকল্পের (এসপি নং-৪৬২২৫) উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এলজিইডি চাঁদপুর জেলা প্রকৌশলী মো. মজিবুর রহমানের সভাপতিত্বে ও আলহাজ্ব মো. মজিবুর রহমান (রনি) ও মো. এজি এমরানের যৌথভাবে পরিচালনায় উপস্থিত ছিলেন এডিবি মিশনের পিডি শেখ মো. নুরুল ইসলাম, মিস ইভা জর্ডান, নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম খলিল, কর্মকর্তা আবু তাহের চৌধুরী, কাজী আঁখি মিনা, বেগম সামসুন্নাহার, জহিরউদ্দিন আহম্মেদ, মনিরুল ইসলাম, ফরহাদ জাহান চৌধুরী, অমিত কুমার দাস, মজিবুর রহমান, হাজীগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী ফুয়াদ আহসান ও প্রকল্পের ঠিকাদার হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান হাবীব অরুনসহ এডিবি মিশনের একটি প্রতিনিধি দল।

আলোচনা সভায় এডিবি মিশনের বক্তারা বলেন, দারিদ্র্য বিমোচনে দেশের প্রান্তিক চাষীসহ অসচ্ছল মানুষদের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সরকারের পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন দাতা সংস্থা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। জলাবদ্ধতা দূরীকরণ,পানি নিষ্কাশনসহ কৃষকদের নিত্য প্রয়োজনীয় সকল সেবা দিতে আমরা প্রস্তুত। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এসব প্রান্তিক জনগোষ্ঠিকে সহযোগিতা ও তাদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে আমরা কাজ করছি।

এ সময় বক্তারা সেন্দ্রা বেলচোঁ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সংশিষ্টদের কাজে সন্তোষ প্রকাশ করে বলেন, ভবিষ্যতে আরো ভালোভাবে এসব কাজগুলো করে মানুষের সাথে সম্পৃক্ত হতে হবে।

এসময় সেন্দ্রা-বেলচোঁ পানি ব্যবস্থাপনা সমিতির সভাপতি মো. আবদুর রব ,সহ-সভাপতি মো. নূরুল ইসলাম, সম্পাদক মো. আবদুর রহিম, কোষাধ্যক্ষ আলহাজ্ব মো. মজিবুর রহমান (রনি), মো. এজি এমরান, বসির উদ্দিন,বেলায়েত হোসেন, মাসুম গাজী, বিবি হাওয়া, কাজল বেগম, নাজমা আক্তার, শাহনাজ বেগমসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ
আপডেট, বাংলাদেশ সময় ১০ : ১০ পিএম, ৭ আগস্ট ২০১৭,সোমবার
এইউ

Share