চাঁদপুরসহ সারাদেশে নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

দেশের সব নদ-নদীর পানি বাড়ছে, যা আগামি দুই দিন অব্যাহত থাকতে পারে। ফলে নিম্নাঞ্চলে আবারও বন্যার আশঙ্কার কথা জনিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল শুক্রবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আগামি দুই দিন দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও তত্সংলগ্ন ভারতীয় অংশে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামি ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলার তিস্তা ও ধরলা নদীতীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এ ছাড়া সিলেট, সুনামগঞ্জ, শরীয়তপুর ও চাঁদপুর জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতিরও অবনতির আশঙ্কা রয়েছে।

গতকাল সকাল ৯টা থেকে আগামি ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা জেলার অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল সকাল ৬টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বরিশালে, ৬৪ মিলিমিটার।

বার্তাকক্ষ, ১৪ আগস্ট, ২০২১;

Share