Home / আন্তর্জাতিক / পানির সমস্যা সমাধানে তিন বিয়ে!
পানির সমস্যা সমাধানে তিন বিয়ে!

পানির সমস্যা সমাধানে তিন বিয়ে!

বুধবার, ১০ জুন ২০১৫ ০১:১৭ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক :

পানির সমস্যা মেটাতে তিন বিয়ের বিধান দিয়েছেন ভারতের মধ্যপ্রদেশের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) বি কে পাণ্ডে। এক সমাবেশে দেয়া বক্তব্যে তিনি বলেন, একজন স্ত্রী থাকবে সন্তানের জন্ম দেয়ার জন্য, অন্য দুই স্ত্রী থাকবে দূর থেকে গিয়ে জল তুলে আনার জন্য।

উদ্ভট এই মন্তব্যের ব্যাখ্যা দিয়ে এই কর্মকর্তা বলেন, কিছুদিন আগে আমি বাইওয়াড় গ্রামের জাতারা ব্লকে গিয়েছিলাম, তখন দেখেছিলাম রাত দুইটার সময় এক মহিলা পানি তুলছেন।

মধ্যপ্রদেশের এই অঞ্চলে বছরের পর বছর পানির সমস্যা রয়েছে। গ্রীষ্মকালে এই সঙ্কট আরও তীব্র হয়। বুন্দেলখণ্ডে কী নারীর সংখ্যা যথেষ্ট? এমন প্রশ্নের তিনি বলেন, এটা সত্যি যে বুন্দেলখণ্ডে নারীর হার কম। এই পাঁচ জেলায় কেউ মেয়ের বিয়ে দিতে চায় না পানির সমস্যার জন্য। কারণ সবাই জানে বিয়ে দিলে তার মেয়েকে দীর্ঘ পথ হেঁটে গিয়ে পানি তুলে তা বয়ে আনতে হবে।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমসর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না