চাঁদপুরের হাজীগঞ্জে মোড়কজাত পন্যের নিবন্ধন সনদ গ্রহন না করে ড্রিংকিং ওয়াটার বিক্রয় ও বিতরন করার অভিযোগে দুইটি পানির ফিল্ডারের কারখানায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করে প্রশাসন।
১৯ মে বুধবার হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মোমেনা আক্তার মোবাইল কোর্ট পরিচালনাকালে বাজারের ডিগ্রি কলেজ রোডস্ত বি এম ড্রিংকিং ওয়াটার ও এস আর ড্রিংকিং ওয়াটারকে ১০,০০০ টাকা করে অর্থদন্ড প্রদান করে। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন বিএসটিআই, কুমিল্লা অঞ্চলের পরিদর্শক শাহিদুল ইসলাম ও হাজীগঞ্জ থানার পুলিশ সদস্য।
জানা যায়, হাজীগঞ্জ বাজারের ডিগ্রি কলেজ রোডে অবস্থিত ট্রাক রোড মোড়ে রাসেল পানির ফিল্ডার পাম্পে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে পানি বাজারজাত করে আসছে।
এদিকে পানির ফিল্ডার কারখানার কর্তৃপক্ষ না থাকায় দুই কর্মচারীকে নিয়ে যায় পুলিশ এবং তালাবদ্ধ করে দেয় কারখানাটি।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার বলেন, পানির ফিল্ডার কারখানার কর্তৃপক্ষসহ প্রয়োজনী কাগজপত্র দেখে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। আমরা বাকি অভিযানগুলো এভাবে অব্যাহত রাখবো।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur