পানির নীচ থেকে জেগে উঠল ৪০০ বছরের গির্জা

২০০২ সালে শেষ বার দেখা গিয়েছিল। এই গ্রীষ্মে নদীর পানির গভীরতা কমে যাওয়ায় আবার সলিল সমাধি থেকে জেগে উঠেছে ৪০০ বছরের প্রাচীন স্প্যানিশ গির্জা।

চলতি বছর প্রবল খরার জেরে হু হু করে কমেছে গ্রিজালবার নদীর পানি। শেষ পর্যন্ত মোট ৮০ ফুট নেমে গিয়েছে পানিরস্তরের মাত্রা। আর তার ফলে দক্ষিণ মেক্সিকোর চিয়াপাস রাজ্যে ১৩ বছর পর ফের দৃশ্যমান হয়েছে ৪০০ বছরের প্রাচীন গির্জা। আবার দেখা যাচ্ছে তার ১০ মিটার উঁচু দেওয়াল এবং লম্বায় ৬১ মিটার ও চওড়ায় ১১ মিটারের প্রার্থনাকক্ষটি।

শেষ বার এমন ঘটনা ঘটেছিল ২০০২ সালে। সেই সময় অনেকে ছাদহীন ঐতিহাসিক সৌধটির ভিতর ঢুকতে পেরেছিলেন। এই বছর পানিস্তর যতটা কমেছে, তাতে ভিতরে ঘোরাঘুরি করতে না পারলেও নৌকো নিয়ে অনেকেই গির্জা প্রদক্ষিণের হুজুগে মেতেছেন।

স্প্যানিশ কনকুইস্তাদরদের হাতে এই গির্জার নির্মাণ। ১৬ শতকের মাঝামাঝি বিখ্যাত ধর্মপ্রচারক ফ্রায়ার বার্থোলোমিউ দে লা কা সা দক্ষিণ আমেরিকার কেচালা অঞ্চলে পৌঁছান। তার সঙ্গে সেদেশে পাড়ি দিয়েছিলেন বহু অনুগামী ও প্রচারক। তাদের উদ্যোগেই তৈরি হয়েছিল এই সৌধ।

তথ্যসূত্র: ইন্ডিপেন্ডেন্টডটকোডটইউকে

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০১:৫৩ পিএম,২৮ অক্টোবর ২০১৫, বুধবার

 এমআরআর

Share