রংপুরে ক্যানেলের পানি থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার ১৬ ফেব্রুয়ারি বদরগঞ্জ সীমান্তের রংপুর সদরের মমিনপুর এলাকা থেকে তিস্তা ক্যানেলের পানি থেকে এ লাশ উদ্ধার করা হয়।
সকালে পানিতে ভাসতে থাকা লাশটি উদ্ধারের সময় চারপাশে শত শত উৎসুক জনতা ভিড় করে। মেয়েটি শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় তাকে হ’ত্যা করে লাশ পানিতে ফেলে রেখে যায়।
সকালে স্থানীয়রা ইউরিয়ার বস্তাবন্দি অবস্থা লাশটি দেখে পুলিশে খবর দেয়। মেয়েটির পরনে ছিল বোরকা। পাশে ভ্যানিটি ব্যাগ পাওয়া গেছে। পায়ে ছিল নুপুর।
হত্যাকাণ্ডের ঘটনা বলে ধারণা করা হচ্ছে জানিয়ে সদর থানার ওসি এসএম সাজেদুর রহমান বলেন, লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, মেয়েটির বাড়ি দিনাজপুরের ফুলবাড়িতে হতে পারে। লাশটি দেখার জন্য সেখানে ভিড় জমায় অসংখ্য মানুষ।
বার্তা কক্ষ,১৬ ফেব্রুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur