চাঁদপুরে নাতিকে বাঁচাতে গিয়ে খালের পানিতে ডুবে নানি মমতাজ বেগম (৬০) ও সাইফিন (৮) নামের নাতির করুণ মৃত্যু হয়েছে।
১ মে শনিবার সকাল ১০ টায় চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের শিলারচর গ্রামের প্রধানিয়া বাড়ির এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত মমতাজ বেগম ওই বাড়ির আব্দুল বারেক মিয়ার স্ত্রী নাতী সাইফিন হোসেন জাহিদ হোসেনের ছেলে।
স্বজনরা জানায়, শনিবার সকালে সাইফিল হোসেন বাড়ির অন্যান্য শিশুদের সাথে বাড়ির পাশের খাল পারে খেলা করছিল। সকাল অনুমান ১০ টার দিকে সাইফিন খালের পানিতে পরে যায়। অন্যান্য শিশুরা দৌড়ে বাড়িতে গিয়ে খবর দিলে তার নানি আঃ বারেক প্রধানিয়ার স্ত্রী মমতাজ বেগম নাতীকে বাঁচানোর জন্য খালের পানিতে ঝাপ দেয়।
পরে ঝাপ দিয়ে নানি নাতী দুজনই পানিতে ডুবে যায়। পরে বাড়ির লোকজন খবর পেয়ে ছুটে গিয়ে খালের পানিতে ডুবিয়ে মমতাজ বেগম ও নাতি সাইফিনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। রাজরাজেশ্বর থেকে নদী দিয়ে রোগীদের চাঁদপুর আনতে গিয়ে মাঝ পথেই মারা যায়।
পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ডাঃ নুর হোসেন বান্না তাদেরকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেদকঃ কবির হোসেন মিজি