কিছুদিন ধরে পানিতে ডুবে অহরহ শিশু মৃত্যুর সংবাদ আসছে। হাঁটি হাঁটি পা পা করে একটি শিশু যখন বড় হতে থাকে ঠিক ওই মুহূর্তে একটি মায়ের কোল খালি করে শিশুর পানিতে পড়ে মৃত্যু বড়ই বেদনাবিধুর অধ্যায়।
বিশেষ করে মা-বাবার অসচেতনাই একটি শিশুর পানিতে ডুবে মৃত্যুর অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা যায়। আমাদের গ্রামের বাড়িতে এমন একটি বাড়ি নেই যে পুকুর বা ডোবা নেই।
সাংসারিক সব কর্মকান্ডের পাশাপাশি ছোট শিশুটির সব বিষয়ে দায়িত্ব পালন প্রথমতঃ মায়ের ওপর পড়ে। শিশুর খাওয়া, ঘুমানো ও খেলাধুলা ইত্যাদি বিষয়ে বাবা-মার যতটুকু নজর রাখা প্রয়োজন ততটুকুর জন্য বাবা-মায়ের বিকল্প অন্য আর কারো নেই।
এ ক্ষেত্রে বাবা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে ততটুকু দায়িত্ব পালন করা সম্ভব হয়ে উঠে না । তাই প্রতিটি মুহূর্তে মায়ের তীক্ষèদৃষ্টি রাখা উচিত।
এ ছাড়াও পরিবারের অন্য সদস্যদেরও পরিবারের ছোট শিশুর প্রতি দৃষ্টি আবশ্যক। আমাদের দেশে শিশূু ও মাতৃমৃত্যুর হার কমানো আপ্রাণ চেষ্টা অব্যাহত রয়েছে। পানিতে মৃত্যুর হার আশংকাজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে বিধায় শিশুমৃত্যু বৃদ্ধি পাচ্ছে।
সুতরাং প্রতিটি বাবা-মা কে তার শিশুর প্রতি সজাগ দৃষ্টি কামনা করছি ।
সম্পাদকীয় : আপডেট, বাংলাদেশ সময় ০৩:৫০ এএম, ১১ জুন ২০১৬, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur