Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / পানিতে ডুবে ইউপি চেয়ারম্যানের ছেলের মৃত্যু
Deth

পানিতে ডুবে ইউপি চেয়ারম্যানের ছেলের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে পানিতে ডুবে নিশাত (৯) নামে এক ইউপি চেয়ারম্যানের শিশু সন্তানের করুন মৃত্যু হয়েছে। বুধবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার সকদি রামপুর গ্রামের পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু নিশাত ফরিদগঞ্জ উপজেলার কড়ইতলী ইউনিয়নের চেয়ারম্যান শওকত বিএসসির ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

নিহত নিশাতের নানা মোহাম্মদ আলী জানান, নিশাতের মা অসুস্থতার কারনে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় গত কয়েকদিন পূর্বে সে তার নানার বাড়িতে আসে।

ঘটনার দিন বুধবার সকালে সে খেলার ছলে সবার অজান্তে বাড়ির পুকুরে পড়ে যায়। কিছুক্ষণপর বাড়ির লোকজন তাকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেরারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানায়।

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক নাজমুল আবেদীন জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশুটির মৃত্যু হয়। পরে তার স্বজনরা লাশ নিয়ে বাড়ি ফিরে যায়।

প্রতিবেদক : কবির হোসেন মিজি

Leave a Reply