চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পুকুর ডুবে গিয়েও অল্পের জন্য রক্ষা পেলো দেড় বছরের শিশু জিদনী। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকালে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি।
সে মতলব উত্তর উপজেলার ছোট দূর্গাপুর গ্রামের আখন্দ বাড়ির লাল মিয়ার মেয়ে।
হাসপাতাল ও পরিবারসূত্রে জানা যায়, ‘শিশু জিদনী খেলার ছলে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। শিশুটির মা নয়ন মনি তাকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশে খুঁজতে থাকে। ওই সময় জিদনীর চাচী মন্নি আক্তার সন্দেহবসত পুকুরের পানিতে খুঁজতে যায়। পানিতে নেমে বহু খোঁজা-খুজির পর শিশুটিকে উদ্বার করে।
পরে পরিবারের সদস্যরা দ্রুত ওই শিশুটিকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসক ডা. নুরই রুবাইয়াত প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করিয়ে দেয়।
: আপডেট, বাংলাদেশ সময় ১০:১০ পিএম, ০৬ অক্টোবর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur