পাথৈর ও সাচার ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্ব পেলেন ইমাম হোসেন

কচুয়া উপাজেলার বেশ কয়েকটি ইউনিয়নে উপ-সহকারী ভূমি কর্মকর্তা ও সহকারি ভূমি কর্মকর্তাদের দিয়ে চলছে কার্যক্রম। ইউনিয়ন ভূমি কর্মকর্তা সংকটে উপ-সহকারি ও সহকারিদের দিয়ে এ কার্যক্রম চলছে বলে নীতি নির্ধারনী সূত্র দাবী করছেন।

সরেজমিনে সোমবার জানা গেছে, কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত ভূমিকর্মকর্তা মো. ইমাম হোসেন পাটওয়ারীকে সাচার ইউনিয়ন ভূমি অফিসেও অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। ১৪ জানুয়ারী ইমাম হোসেন পাটওয়ারী সাচার ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা হিসেবে যোগদান করেন। শাহরাস্তি উপজেলার ভাটনীখোলা গ্রামের অধিবাসী মো. ইমাম হোসেন পাটওয়ারী ২০১২ সালে সর্বপ্রথম নিজ উপজেলার টামটা ইউনিয়নে যোগদান করেন।

পরবর্তীতে তিনি কচুয়া উপজেলার গোহট উত্তর, গোহট দক্ষিণ ও কচুয়া উত্তর ইউনিয়নে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এদিকে বর্তমান কর্মস্থলে সেবা প্রত্যাশীদের চাহিদা অনুযায়ী স্বচ্চতার সাথে দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৫ ডিসেম্বর ২০২৪

Share