পাথর চোখে জল

বোবা মূর্তি হয়ে প্রতিনিয়ত গুমরে কাঁদে একটা কঠিন পাথর
দুষ্ট হাসির হেয়ালিপনায়
কষ্টের করতালিতে  দীর্ঘশ্বাস  ফোটে
আলো অন্ধকারে ।

জলের অপর নাম জীবন
তাইতো জলেই  খোঁজা হয় সুখ
জলের  ভেতর জ্বলে  পাথর
জ্বলে জ্বলে উঁকি দেয় সুখস্মৃতি ।

তবুও স্বপ্ন বুনে ধর্মহীন চোখ
বাহারি রঙ্গের ফুলে  মিথ্যে পূজো হয়
পূজারি বিহিন ভাঙ্গা মন্দিরে,
স্বপ্নঘুড়ি উড়ে যায় শূন্য নীলিমায়

আমি চেয়ে থাকি সুতো ছেড়া  সেই স্বপ্নঘুড়ির পানে
তার হেয়ালি পনায় ক্লান্ত দু’চোখ
ঝর্নার সাথে করে আলিঙ্গন ।

হাত বাড়ায় ফেরারি সুখ
সোনাঝরা পূর্ণিমা,
রক্ত গোলাপ, হাতের কাকন,
আরেকটি সোনালী  সকাল ।

About The Author

কবির হোসেন মিজি
Share