পাত্রীর বয়স মাত্র ১২ বছর। আর পাত্রের বয়স ৭২ বছর। মায়ের অনুমতিতেই দাদুর বয়সী পাত্রের সঙ্গে বিয়ে। এরপর পুরনো সংস্কৃতি মেনেই বিয়ে পরবর্তী ফটোশ্যুটে বেরিয়েছেন তারা।
সাদা রঙের গাউন পরিহিত বউ আর কালো পোশাকে পাত্র। জীবনসঙ্গী এক ফটোগ্রাফার। পথ যাত্রীরা ওই নবদম্পতিকে অবাক দৃষ্টিতে দেখছেন। এমন বিয়ে কীভাবে সম্ভব?
এগিয়ে এলেন প্রতিবাদী কয়েকজন। পাত্রকে প্রশ্ন করেন, এটা কি তোমার ব্যবসা?
পাত্রের উত্তর, আমি পাত্রীর বাবা মায়ের অনুমতি নিয়ে বিয়ে করেছি। মানতে নারাজ প্রতিবাদীরা।
পাত্রীকে প্রশ্ন, তোমার বাবা-মা কোথায়? কোনো কথা বলল না পাত্রী। মন মানছে না, উত্তর না দিলেও পাত্রীকে ছেড়ে দিতে চাচ্ছেন না প্রতিবাদীরা।
আসলে পুরোটাই গল্প। স্বচ্ছাসেবী সংস্থা কাফা মানব সচেতনতার উদ্দেশ্যেই ভিডিওটি তৈরি করেছে। এরপর ছড়িয়ে পড়েছে সোশ্যাল নেটওয়ার্কে।
নিউজ ডেস্ক : আপডেট – ০৫:৩০ এম, ২৩ ফেব্রুয়ারি ২০১৫, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur