কচুয়া

পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র কর্মশালা

জিসান আহমেদ নান্নু, কচুয়া (চাঁদপুর) :

সেকায়েপ প্রকল্প পরিচালিত বিশ্ব সাহিত্য কেন্দ্র বুধবার কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ‘‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা কর্মশালা’’র আয়োজন করে।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমনের সভাপতিত্বে ও শ্রীরামপুর ফাযিল মাদ্রাসার প্রভাষক শাহীন মাহমুদের পরিচালনায় কর্মশালায় অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দীন ও চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মো. সফিউদ্দীন।

এছাড়াও আরো বক্তব্য রাখেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির কচুয়া জোনাল অফিসের ডিজিএম জাকির হোসেন, কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান উল্যাহ চৌধুরী, কচুয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার আহসানুল হক ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের মনিটরিং অফিসার মো. আরশ উদ্দীন প্রমুখ।

কর্মশালায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিদ্যুৎ চাম্বু সহ আরো অনেকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ কর্মশালায় কচুয়া উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা থেকে এসএমসি‘র সভাপতি, পিটিএ’র সভাপতি, প্রতিষ্ঠান প্রধান, একজন সহকারি শিক্ষক ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির সংগঠক যোগদান করেন।

চাঁদপুর টাইমস/প্রতিনিধি/এএস/এমআরআর/২০১৫।

 

Share