দেশের শীর্ষ নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা, ক্রেস্ট প্রদান ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
১৬ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১ টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
এসময় তিনি বলেন, গণমাধ্যমের সাথে আমার গভীর ও নিবিড় সম্পর্ক। ঢাকা পোষ্ট খু্ব অল্প সময়ের মধ্যে পাঠক প্রিয়তা অর্জন করে ব্যাপক সারা ফেলেছে। গণমাধ্যমের নিরপেক্ষতার কথা যদি বলি, তাহলে ঢাকা পোস্ট অনেক এগিয়ে। কিছু কিছু প্রশ্নে নিরেপেক্ষাতা রাখা কঠিন বিশেষ করে অধিকারের প্রশ্নে। সাদাকে সাদা ও কালকে যেন কাল বলতে পারে, সে বিষয়ে গণমাধ্যমগুলো বিশেষ দৃষ্টি দিতে হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সাথে সাথে চাঁদপুরও এগিয়ে যাচ্ছে। দেশেন উন্নয়নকে তুলে ধরতে গণমাধ্যম বেশ ভূমিকা রাখছে। দেশের উন্নয়নের সাথে চাঁদপুরের উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের পরিচালনায় বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ।
অনুষ্ঠনের শুরুতে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপিকে ফুলেল শুভেচ্ছা জানায় ঢাকা পোস্টের প্রতিনিধি শরীফুল ইসলামসহ চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ।
ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে করোনাকালীন সময়ে সমাজসেবায় অবদান রাখার জন্য চাঁদপুরের সামাজিক সংগঠন তারুণ্যের অগ্রদূতকে সস্মাননা ক্রেস্ট তুলেদেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহীউদ্দীন, জেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদ আলম মিল্টন, উপ দপ্তর সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, মির্জা জাকির, এএইচএম আহসান উল্লাহ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক একে আজাদ, ক্রীড়া সম্পাদক ফারুক আহমেদ, প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশসহ চাঁদপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমবৃন্দ।
স্টাফ করেসপন্ডেট, ১৬ ফেব্রুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur