জাতীয় পাট দিবস ৬ মার্চ
দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাট ও পাটপণ্যের ব্যবহার বৃদ্ধি এবং প্রাকৃতিক তন্তু হিসেবে সোনালি আঁশের উজ্জ্বল সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে এবারও ৬ মার্চ জাতীয় পাট দিবস-২০২২’ উদযাপন করতে যাচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে দিবসটি উদযাপনের কর্মসূচি তুলে ধরা হয়। এবারের জাতীয় পাট দিবসের প্রতিপাদ্য ‘সোনালি আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ’।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৬ মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তনে হবে পাট দিবসের মূল অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী মো.আবদুর রাজ্জাক।
এ ছাড়া জেডিপিসি চত্বরে ৬-৮ মার্চ তিন দিনব্যাপী বহুমুখী পাটপণ্য প্রদর্শনী ও মেলা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দেশের শিল্পায়ন,কর্মসংস্থান ও রপ্তানি বৃদ্ধিতে পাট খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ফলে জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। টেকসই উন্নয়নের যুগে বিশ্বব্যাপি পরিবেশবান্ধব পাট ও পাটপণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।
বর্তমান সরকার পাটপণ্যের অভ্যন্তরীণ ব্যবহার এর লক্ষ্যে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ বাস্তবায়ন করে যাচ্ছে।
৫ মার্চ ২০২২
এজি