দেশের সোনালী ঐতিহ্য পাটকে জনপ্রিয় করতে এবং পাটপণ্য ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করতে ক্যাম্পেইনের আয়োজন করেছে ‘পাটের লড়াই’ নামের একটি সংগঠন।
বিশ্ব ভালোবাসা দিবসে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘পাটের জন্য ভালোবাসা’ শীর্ষক ক্যাম্পেইন করে সংগঠনটি।
এতে পাটপণ্য উদ্যোক্তা, পাট গবেষক, বিজ্ঞানী, পাট সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার অর্ধশতাধিক মানুষ অংশগ্রহণ করেন। ক্যাম্পেইনে অংশগ্রহণকারীসহ সব পথচারীকে পাটের ব্রেসলেট পরিয়ে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানানো হয়।
ভালোবাসা দিবসে অন্যরকম এ আয়োজন সম্পর্কে পাটের লড়াই’র প্রতিষ্ঠাতা নাসিমূল আহসান বলেন, ভালোবাসা দিবস শুধু প্রেমিক-প্রেমিকার জন্য- এরকম একটি ভুল ধারনা চালু হয়ে গেছে।
আমরা এ ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে চেয়েছি। আমাদের সোনালী ঐতিহ্য পাটের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও পাটপণ্য ব্যবহারে তাদের উৎসাহিত করতেই এ আয়োজন। আমরা চাই পাট নিয়ে বেশি বেশি কথা হোক। পাটের সুদিন ফিরে আসুক।
ক্যাম্পেইনে অংশ নিতে আসা বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মইনুল ইসলাম বলেন, ‘বিশেষ দিবস মানুষের মনোযোগ আকর্ষণ করে। এক সময় পাট ছিল আমাদের অর্থনীতির ভিত্তি। সোনালী সময় ফিরিয়ে আনার সুযোগ আবার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষকে পাটপণ্য ব্যবহারে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।’
পাটপণ্য উৎপাদক প্রতিষ্ঠান ক্রাফটফিশনের নির্বাহী প্রধান ইব্রাহিম খলিল বলেন, ‘পাট নিয়ে কাজ করে সারা জীবন কাটিয়ে দিলাম। তবুও এখনও মনে হয়। পাট নিয়ে আমাদের অনেক কিছু করার আছে। বহুমুখি পাটপণ্যকে যত বেশি সাধারণ মানুষের কাছে পৌঁছানো যাবে, পাট শিল্পের সুদিন সম্ভাবনা তত বাড়বে। দেশের অর্থনীতিতেও তখন পাটের গুরুত্ব আবার বাড়বে।’
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ০৭: ৩০ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭, বুধবার
এজি/ডিএইচ