চাঁদপুরের কচুয়া উপজেলার দোয়াটি গ্রামে ফসলি জমিতে পাকা ধান নষ্ট করার অজুহাতে এভাবে নির্বিচারে জাল পেতে বিভিন্ন প্রজাতির দেশীয় পাখি আটক করছেন কৃষক সাহেব আলী।
জানা-অজানা আর অজ্ঞতার বশেই হোক পাখি ধরা কিংবা মারার বিধি নিষেধ থাকলেও আইনের তোয়াক্কা না করেই কৃষক সাহেব আলী বেশকিছু পাখি জাল মেরে আটক করে পা উপরের দিকে ঝুলিয়ে প্রকাশ্যে এভাবে বাড়ি নিয়ে যাচ্ছেন।
ছবিটি বৃহস্পতিবার দুপুরে কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের দোয়াটি সড়ক থেকে ক্যামরাবন্দি করেন কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নু।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur