প্রবাস

পাকিস্তান থেকে বাংলাদেশি দূতকে ফেরে আসার নির্দেশ

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সোহরাব হোসেনকে দেশে ফিরে আসার নির্দেশ দেয়া হয়েছে। বুধবার একটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সোহরাব হোসেনের চুক্তির মেয়াদ আগামী বছরের মাঝামাঝি সময়ে শেষ হওয়ার কথা থাকলেও তাকে আগেই দেশে ফিরতে বলা হয়েছে।

এদিকে, হঠাৎ এ হাইকমিশনারকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে নির্ভরযোগ্য কোনো কারণ জানা যায়নি। তবে ওই সূত্রটি বলছে, পাকিস্তানে নিযুক্ত এ হাইকমিশনারকে অসুস্থতার কারণেই সম্ভবত ফেরত অানা হচ্ছে।

সোহরাব হোসেন ২০১০ সালের জুলাইয়ে পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনে চুক্তিভিত্তিক নিয়োগ পান। কয়েক দফায় তার মেয়াদ বাড়ানো হলেও এবারই প্রথম তাকে ফিরে আসতে বলা হয়েছে।

সম্প্রতি দুই মানবতাবিরোধী নেতার মৃত্যুদণ্ড কার্যকরের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। কয়েকদিন আগে পাক হাইকমিশনারকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করে নেয়ার পর বাংলাদেশি হাইকমিশনারকে ফিরে আসার নির্দেশ দেয়া হলো।

নিউজ ডেস্ক ।। আপডেট : ০৩:২০ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার

ডিএইচ

Share