আন্তর্জাতিক

পাকিস্তানে প্রথম মেট্রোরেল চালু

পাকিস্তানে প্রথম মেট্রোরেলের যাত্রা শুরু হয়েছে। রোববার লাহোরে ‘অরেঞ্জ লাইন’ নামের মেট্রোরেল টির উদ্বোধন করা হয়। তবে যাত্রী পরিবহন শুরু হয়েছে সোমবার থেকে। এটি দক্ষিণ এশিয়ায় যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করল বলে দাবি পাকিস্তান সরকারের।

চীনের স্টেট রেলওয়ে গ্রুপ প্রকল্পটি বাস্তবায়ন করেছে। ২৭ দশমিক ১ কিলোমিটার এ রেলপথে লাহোরের উত্তর থেকে ও দক্ষিণ অংশে যেতে সময় লাগবে ৪৫ মিনিট। এই পথে স্টেশন রাখা হয়েছে ২৬টি, যার দুটি মাটির নিচে। ‘অরেঞ্জ লাইন’ মেট্রোরেলের একপথের ভাড়া ৪০ রুপি ঠিক করা হয়েছে।

দেশটির সরকার আশা করছে, পূর্ণ সক্ষমতায় মেট্রোরেল টি চালু হলে রোজ দুই লাখ ৪৫ হাজার যাত্রী পরিবহন করা সম্ভব হবে। এই প্রকল্পটি চলাকালে স্থানীয় সাত হাজার মানুষের কাজের সুযোগ হয়েছিল। দুই হাজার মানুষের চাকরির সুযোগ হবে এতে।

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং সিপিইসি পরিকল্পনার আওতায় এটিই পাকিস্তানে প্রযুক্তিগত দিক থেকে সবচেয়ে বড় প্রকল্প

বার্তাকক্ষ,২৭ অক্টোবর,২০২০;

Share