নাজমুল তালুকদার | আপডেট: ০৮:২১ অপরাহ্ণ, ২২ আগস্ট ২০১৫, শনিবার
চাঁদপুর শহরের পুরানবাজার শ্রীরামদীর মক্কা মিল খান বাড়ির মোঃ আবু ফালান পাওনা টাকা চাইতে গেলে পাওনাদার মোঃ বিল্লাল (৩০) এর হাতে লাঞ্ছিত হয়।
এক পর্যায়ে মোঃ বিল্লাল লোকজন নিয়ে আবু ফালানকে বেদম প্রহার করলে সে ভয়ে জীবন বাঁচানোর জন্য খালে ঝাঁপ দিয়ে পড়ে। এতেও তারা ক্ষান্ত না হয়ে বাড়িতে এসে ঘর ভাড়ি ভাংচুর করে এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকেও বেদম প্রহার করে।
তাদের অবস্থা বেগতিক দেখে স্থানীয় লোকজন তাদেরকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
আহত সূত্রে জানা যায়, মোঃ ফালান শ্রীরামদী এলাকার মোঃ বিল্লাল (৩০), তার বড় ভাই আতাউর (৪০), তারই সহোদর ভাই কবির (২৫), মা আনোয়ারা বেগম (৫৫), ভাই আব্দছ সালাম (২৪), বিল্লালের স্ত্রী জর্না বেগম (২৪), বিল্লালের পুত্র যথাক্রমে মুন্না (৮), আকাস (৫) সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন সন্ত্রাসী বাহিনী ফালানদের ঘর বাড়ি ভাংচুর করে এবং ফালানের স্ত্রী, মা ও ছেলেমেয়েদেরকে বেদম মারধর করে এবং ঘর থেকে নগদ ২৫ হাজার টাকা, ১ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur