Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / পাইলট স্বামীর অনুপ্রেরণায় লন্ডনে ফরিদগঞ্জের ডা: তানিয়ার উচ্চতর ডিগ্রি অর্জন
পাইলট
তানিয়া ও তার স্বামী উজ্জ্বল

পাইলট স্বামীর অনুপ্রেরণায় লন্ডনে ফরিদগঞ্জের ডা: তানিয়ার উচ্চতর ডিগ্রি অর্জন

স্বামী পাইলট (বিমান চালক) আর স্ত্রী হলেন চিকিৎসক। স্বামী স্ত্রী দুজনের কর্মব্যস্ততার মধ্যেই পাইলট স্বামীর উৎসাহ আর অনুপ্রেরণায় স্ত্রী লন্ডনের একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে সবাইকে এক নুতন চমক উপহার দিয়েছেন ফরিদগঞ্জের কৃতি সন্তান তানিয়া। এদের মধ্যে একজনের নাম হচ্ছে ফায়জুল হক উজ্জ্বল আর তার স্ত্রী ডাঃ তানিয়া আক্তার।

পারিবারিক সূত্রে জানা যায়,চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া ইউনিয়নের পশ্চিম জয়স্রী গ্রামের মো: সিরাজুল ইসলাম পাটোয়ারী ও ফাতেমা আক্তারের জ্যেষ্ঠ কন্যা ডাঃ তানিয়া আক্তার যুক্তরাজ্যে চিকিৎসা বিজ্ঞানের উচ্চতর ডিগ্রী অর্জন করেছেন। তানিয়া স্বামীর বাড়ি হচ্ছে সিলেট সদর এলাকায় শিবগঞ্জ।

সম্প্রতি যুক্তরাজ্যের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় মিডেলসেক্সে বিশ্ববিদ্যালয় লন্ডন থেকে রেকর্ড সংখ্যক মার্ক মেরিট পেয়ে পাব্লিক হেলথ বিশেষজ্ঞ হিসাবে এমএসসি ডিগ্রি অর্জন করেছেন তিনি।

শিক্ষাজীবনে ডাক্তার তানিয়া চাঁদপুরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি এবং চাঁদপুর সরকারি মহিলা কলেজ থেকে এইচ এস সি পাশ করে বাংলাদেশের স্বনামধন্য আপডেট ডেন্টাল কলেজ ঢাকা থেকে বিডিএস ডিগ্রি সম্পন্ন করেন।

ডাঃ তানিয়া উচ্চশিক্ষার্থে যুক্তরাজ্য যাওয়ার পূর্বে ঢাকার ডেন্টাল ক্লিনিকে কর্মরত ছিলেন। ডাঃ তানিয়া চিকিৎসা সেবার মাধ্যমে আর্তমানবতার কল্যাণে কাজ করতে চান। তিনি সকলের দোয়া প্রার্থী। ব্যক্তিজীবনে তাদের ফাইয়্যাজ নামে ফুটফুটে একটি পুত্র সন্তান রয়েছে। বর্তমানে তারা লন্ডনে ( যুক্তরাজ্য বসবাস করছেন। প্রায় ৬ বছর পূর্বে পারিবারিক ও সামাজিক রীতি মেনে উভয় বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন।

প্রতিবেদক: শিমুল হাছান, ২৯ জুন ২০২৪