Home / বিনোদন / পাঁচ বছর পর ভক্তদের আমন্ত্রণ জানালেন শাবনূর
পাঁচ বছর পর ভক্তদের আমন্ত্রণ জানালেন শাবনূর

পাঁচ বছর পর ভক্তদের আমন্ত্রণ জানালেন শাবনূর

ঢাকাই চলচ্চিত্রে শাবনূর একটি আবেগ নামের ফুল। প্রায় দুই দশক তিনি মাতিয়ে রেখেছিলেন সাবলীল অভিনয়ের মুগ্ধতায়। চলচ্চিত্রের রুপালি পর্দায় চঞ্চলা প্রেমিকার চরিত্রে শাবনূর অনবদ্য। তার সংলাপ মুখস্ত করে কতো প্রেমিকা তাদের প্রেমিকের মন জয় করেছে সে অজানা ইতিহাস। ক্যারিয়ারের সু্বর্ণ সময়ে শাবনূর ছিলেন সব প্রেমিক মনের আরাধ্য। তিনি সত্যিকারের এক সুপারস্টার। যাকে নিয়মিত দেখতে না পাওয়ার হাহাকার আজও ঢাকাই সিনেমার দর্শক হৃদয়ে বয়ে বেড়ায়।

দিন আর আগের মতো নেই। চলচ্চিত্র জৌলুশ হারিয়েছে। অনেকদিন ধরেই সিনেমায় নিয়মিত নন শাবনূর ও তার সমসাময়িক অনেক সুপারস্টার। আনন্দের খবর হলো বিরতি কাটিয়ে প্রায় পাঁচ বছর পর মুক্তি পেতে চলেছে শাবনূরের একটি সিনেমা। সালমান শাহ-রিয়াজ জুটির সেই শাবনূর অবশ্য নেই। মুটিয়ে যাওয়া এক শাবনূরকে এখানে দেখবেন দর্শক। তাই চলচ্চিত্রটি গুনে-মানে শতভাগ শাবনূরীয় স্টাইলের নয় বলাই যায়। তবে ‘পাগল মানুষ’ নামের ছবিটি এই নায়িকার ভক্তদের বিরহের দুঃখ ভুলাবে বলেই মানছেন চলচ্চিত্রের মানুষেরা।

আগামী ১২ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে শাবনূর-শায়ের খান জুটির সিনেমা ‘পাগল মানুষ’। ছবিটির প্রযোজনা সূত্রে জানা গেছে, প্রায় ৭০টির মতো হলে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমার মুক্তি উপলক্ষে গতকাল সোমবার, ৮ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নায়ক শায়ের খানসহ উপস্থিত ছিলেন মিশা সওদাগর, ডন প্রমুখ। তারা প্রত্যেকেই ছবিটির সাফল্য কামনা করেন।

তবে সবারই অপেক্ষা ছিলো শাবনূরের জন্য। তিনি কথা দিয়েছেন আসবেন। খানিক দেরিতে হলেও কথা রাখলেন তিনি। অনুষ্ঠানের শেষদিকে অসুস্থ শরীর নিয়েই উপস্থিত হয়েছিলেন শাবনূর। সঙ্গে নিয়ে এলেন একরাশ মুগ্ধতা।

নিজের ছবিটির জন্য বলতে গিয়ে প্রায় পাঁচ বছর পর আবারও হলে গিয়ে তার ছবি দেখার জন্য ভক্তদের আমন্ত্রণ জানান শাবনূর। তিনি বলেন, ‘পারিবারিক ও রোমান্টিক সেন্টিমেন্ট নিয়ে ‘পাগল মানুষ’ ছবিটি নির্মাণ করা হয়েছে। প্রায় পাঁচ বছর পর ‘পাগল মানুষ’ ছবির মাধ্যমে আবার পর্দায় দর্শকরা আমাকে দেখতে পাবেন। আমার ভক্তদের বলছি, ছবিটি সবাই হলে গিয়ে দেখবেন।’

অানুষ্ঠানিকতা শেষে তিনি খানিক গল্প শেষে ফিরে যান। আজ মঙ্গলবার তিনি কথা বলেন জাগো নিউজের সঙ্গে। শাবনূর বলেন, ‘অনেক আগেই ছবিটির মুক্তির কথা ছিলো। কিন্তু এর পরিচালকের মৃত্যুতে অনিশ্চয়তার মুখে পড়ে যায় ছবিটি। অবশেষে বদিউল আলম খোকন ভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে এটি মুক্তি পাচ্ছে। একজন শিল্পী হিসেবে আমি খোকন ভাইকে ধন্যবাদ জানাই।’

ছবিতে নিজের নায়ক শায়ের খান সম্পর্কে শাবনূর বলেন, ‘যারা আমার ভক্ত তারা জানেন, ক্যারিয়ারজুড়েই আমি নতুন নায়কদের সাথে কাজ করার ঝুঁকি নিয়েছি। বেশিরভাগ সময়ই সফল হয়েছি। আজকের শাকিব খানের বিপরীতেও আমি কাজ করেছি যখন সে ছিলো একেবারেই নতুন আর অপরিচিত মুখ। আজ কিন্তু সে দেশের সেরা নায়ক। শায়ের খান ভালো অভিনেতা। তার ভাগ্য কতদূর সেটা আল্লাহ ভালো জানেন। নায়ক বা সুপারস্টার হওয়াটা অনেকটা ভাগ্যেরও ব্যাপার। তবে এই ছবিটি আরও আগে মুক্তি পেলে ওর জন্য ভালো হতো। শায়ের খানের জন্য আমার শুভকামনা।’

তিনি ভক্ত ও দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘সিনেমার বাজার খুব খারাপ যাচ্ছে। ভালো গল্পের ছবি হচ্ছে না। সিনিয়রদের উপস্থিতি সিনেমাতে নেই বললেই চলে। সেদিক থেকে ‘পাগল মানুষ’ ভালো একটি ছবি। সবাই দেখে আনন্দিত হবেন। হলে গিয়ে বেশি বেশি সিনেমা দেখুন’

সিনেমায় নিয়মিত হওয়া প্রসঙ্গে শাবনূর বলেন, ‘আমি চলচ্চিত্রের মানুষ, এখানে নিয়মিতই কাজ করতে চাই। অনেক পরিকল্পনাও রয়েছে। কিন্তু সংসার ও শারীরিক অসুস্থতায় আপাতত নিরব রয়েছি। দেখা যাক কী হয়। তবে চলচ্চিত্রের প্রতি টান একটুও কমেনি। আর কমেনি বলেই অসুস্থ শরীরেও ছবির সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলাম।’

প্রসঙ্গত, ২০১২ সালে শুরু হয়েছিলো ‘পাগল মানুষ’ সিনেমার কাজ। ছবিটির পরিচালক এম এম সরকারের মৃত্যুর কারণে পাগল নির্মাণকাজ অনিশ্চিত হয়ে পড়ে। এরপর বদিউল আলম খোকনের সার্বিক তত্ত্বাবধানে ছবিটি নির্মাণ শেষ হয়।

অবশেষে আগামী শুক্রবার (১২ জানুয়ারি) পাগল মানুষ মুক্তি পেতে যাচ্ছে। শাবনূর-শায়ের খান ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, রেহানা জলি, কাবিলা, সাদিয়া আফরিন, বিপাশা কবির, ইলিয়াস কোবরা, শিবা শানু প্রমুখ।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৩ : ৪০ এএম, ৯ জানুয়ারি ২০১৮, মঙ্গলবার
এএস