আন্তর্জাতিক

পাঁচ বছরের মধ্যে দেউলিয়া হতে পারে সৌদি আরব

আইএমএফ জানিয়েছে, শুধুমাত্র চলতি বছরেই সৌদি আরবের রাজস্ব ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৩৬০ বিলিয়ন ডলার। দেশটির মোট আয়ের ৯০ শতাংশই আসে তেল রফতানি খাত থেকে। এর ফলে অভ্যন্তরীণ ব্যয় মেটাতে গিয়ে দেশটির রিজার্ভ দ্রুত ফুরিয়ে আসছে।

আগামী পাঁচ বছরের মধ্যে সৌদি আরবের দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আইএমএফের মধ্যপ্রাচ্যের ইকোনমিক আউটলুকের এক প্রতিবেদনের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর সৌদি আরবের বাজেট ঘাটতি ২১ দশমিক ৬ শতাংশে দাঁড়াতে পারে। আর আগামী বছর এর পরিমাণ কমে ১৯ দশমিক ৪ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরইমধ্যে দেশটির বিদেশি মুদ্রার রিজার্ভ কমে ৬৫৪ দশমিক ৫ বিলিয়ন ডলারে ঠেকেছে।

এদিকে, বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করার পর থেকে সৌদি আরবের রিজার্ভের পরিমাণ ৭৩ বিলিয়ন ডলার কমেছে। আইএমএফ জানিয়েছে, শুধুমাত্র চলতি বছরেই সৌদি আরবের রাজস্ব ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৩৬০ বিলিয়ন ডলার। দেশটির মোট আয়ের ৯০ শতাংশই আসে তেল রফতানি খাত থেকে। এর ফলে অভ্যন্তরীণ ব্যয় মেটাতে গিয়ে দেশটির রিজার্ভ দ্রুত ফুরিয়ে আসছে।

এছাড়া মধ্যপ্রাচ্যের পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতিতে সৌদি আরবের সামরিক ব্যয় দিন দিন বাড়ছে। একইসঙ্গে আয়ের মূল উৎস তেলের দাম কমতে থাকায় ২০০৯ সালের পর এই প্রথমবারের মতো বড় ধরনের বাজেট ঘাটতিতে পড়তে যাচ্ছে দেশটি।

এই অবস্থা সামাল দিতে সৌদি কর্তৃপক্ষ এরইমধ্যে সংকোচনমূলক বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে বিদেশি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে তহবিল হিসেবে দেওয়া ৭০ বিলিয়ন ডলার সম্প্রতি প্রত্যাহার করে নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

চাঁদপুর টাইমস আন্তর্জাতিক ডেস্ক || আপডেট: ০৬:০৮ পিএম,২৫ অক্টোবর ২০১৫, রোববার

 এমআরআর

Share