দেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে যাদের বিয়ে নিয়ে একাধিকবার বিতর্ক সৃষ্টি হয়েছে তাদের মধ্যে সুপার হিরোইন খ্যাত লামিয়া মিমো অন্যতম। বর্তমানে তিনি তার চার নম্বর স্বামীর সাথে সংসার করছেন। তবে নতুন তথ্য হলো এবার তিনি এই সংসার ছেড়ে নতুন করে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।
এক সূত্রে জানা গেছে জন নামের এক ব্যাক্তির সঙ্গে ২৯ সেপ্টেম্বর আংটি বদল হয়েছে মিমোর। এর কারণেই গত ২৯ সেপ্টেম্বর হঠাৎ করে তিনি তার ফেসবুক একাউন্টের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করেন।
বর্তমান স্বামী মিউজিশিয়ান এ্যামিকে ডিভোর্স না দিয়েই জনকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। হবু স্বামী জনকে নিয়ে নাকি পাঁচদিন কক্সবাজারে ঘুরেও এসেছেন। আর কিছুদিনের মধ্যেই তারা বিয়ে করবেন বলে জানা গেছে। তবে মিমোর বিয়ে নিয়ে মিডিয়ায় চলছে জোর সমালোচনা।
পাঁচ নম্বর স্বামীর ঘরে যাচ্ছেন অভিনেত্রী মিমো !জানা যায়, জন এর আগে এর আগে মিমো ৩ বিয়ে করেছেন, প্রথম বিয়ে করেন এনটিভির রিয়েলিটি শোতে আসার আগে। দ্বিতীয় বিয়ে করেন সুপার হিরোইন খ্যাতাব পাওয়ার পর চলচ্চিত্রের খল অভিনেতা ডিজে সোহেল কে।আর এর পর বিয়ে করেন বিনোদন সাংবাদিক ও নাট্যকার, এম এস রানাকে। ১ বছর সংসার করার পর রানা কে ছেড়ে দিয়ে মিমো আর এক জন ব্যবসায়ী বিয়ে করেন। সর্বশেষ বিয়ে করেন মিউজিশিয়ান এ্যামি কে।
বিনোদন ডেস্ক: আপডেট: ০৩:১২ এএম, ৬ অক্টোবর ২০১৫, সোমবার
ডিএইচ/২০১৫।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur