ফরিদগঞ্জ

কেন্দ্রীয় নেতার মুক্তির দাবিতে ফরিদগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকরামুল হাছান মিন্টুর মুক্তির দাবিতে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে পৌর শহরে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক আব্দুল মতিন ও উপজেলা ছাত্রদলের আহŸায়ক মো. জাহাঙ্গীর আলম নান্টুর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক মো. মঞ্জুর আলম রনি, পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. কামরুল ইসলাম রাঢ়ি, যুগ্ম আহŸায়ক সোহাগ পাটওয়ারী, ছাত্রদল নেতা সালাউদ্দিন মিঠু, জসিম উদ্দিন, সোহেল, মাসুদ আলম, শামীম প্রমুখ।

এদিকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জন্মদিনে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদল সোমবার (২০ নভেম্বর) সকালে আম্বিয়া ইউনুছ ফাউন্ডেশন মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোতাহার হোসেন পাটওয়ারী।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মাহাবুবুর রহমান মফু, যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক মো. শাহাআলম মুকুল, সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক মো. আব্দুল মতিন, পৌর কাউন্সিলর মো. জাকির হোসেন গাজী, মো. হারুনুর রশিদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. জাহাঙ্গীর আলম নান্টু প্রমুখ।

প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ
: পডেট, বাংলাদেশ ০৮ : ০৩ পিএম, ২০ নভেম্বর, ২০১৭ সোমবার
ডিএইচ

Share