চাঁদপুর পৌরসভাধীন ১৪নং ওয়ার্ডের বাবুরহাট শিলন্দিয়া এলাকার খন্দকার বাড়িতে শত্রুতা করে কীটনাশক খাইয়ে একটি গরুর বাচুর হত্যা করা হয়েছে। এছাড়াও কৃটনাশক খেয়ে আরেকটি গরু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
গরুর মালিক খন্দকার বাড়ির আঃ রশিদ খন্দকার জানান, তিনি দীর্ঘ কয়েক বছর যাবৎ শখের বশত তার নিজ বাড়িতে গরু লালন-পালন করে আসছেন।
৫ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৩টায় প্রতিদিনের ন্যায় গরু ২টিকে খাবারের পাত্রে পানি দিয়ে তিনি আশপাশে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। এর কিছুক্ষণ পর এসে দেখেন ২টি গরুর মধ্যে দু বছরের ছোট গরুটির মুখ দিয়ে লালা বেরুচ্ছে এবং বড়টি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। পরবর্তীতে পশু ডাক্তারকে খবর দিলে ডাক্তার আসার পূর্বেই ছোট গরুটি মারা যায়। বর্তমানে বড় গরুটির অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরো জানান, পানির পাত্র থেকে পানি ফেলে দেয়ার পর দেখা যায়, ওই পাত্রে কে বা কারা শত্রুতাবশত ইরি ধান ক্ষেতে ব্যবহারযোগ্য পোরাডান কীটনাশক মিশিয়ে ছিলো। ফলে এ পানি পান করে গরুটি মারা যায়। শখের গরুটি হারিয়ে এখন ওই পরিবারের লোকজন এখন দারুণ মনোকষ্টে ভুগছেন।
আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট
|| আপডেট: ১০:৪৩ পিএম, ০৫ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার
এমআরআর