পবিত্র ঈদুল আজহার আর মাত্র তিন দিন বাকী থাকলেও ফরিদগঞ্জে জমি উঠেনি গরুর বাজার। করোনা আতংক ও লকডাউনের কারণে উপজেলার অনেক গরুর বাজারেই গরু ক্রয় বিক্রয় কম।
১৭ জুলাই শনিবার উপজেলার ঐতিহ্যবাহী বড় গরুর বাজার রূপসা বাজারে গিয়ে দেখা গেছে, হাটে প্রত্যাশা অনুযায়ী গরু উঠেনি। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহৎ এই গরুর বাজারটি এবছর ইজাড়াদারদের অনিহার কারণে খাস হয়েছে।
স্থানীয় তহশিলদারেরা জানান, গত বারের চেয়ে এবছর গরু বিক্রি কম। সন্ধ্যা ৬টা পর্যন্ত দেড় শতাধিক গরু বিক্রি হয়েছে। অথচ বিগত বছরে এই হাটেই ৫ শতাধিক গরু ছাগল বিক্রি হয়েছে।
রূপসা আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গরুর হাটের এক গরু ব্যবসায়ী জানান, লোকসানের আশংকায় তিনি হাটের সবচেয়ে বড় গরুটির দান ২লক্ষ ২০ হাজার টাকা দাম বললেও ক্রেতারা দেড় লক্ষ টাকা বলছে।
এদিকে গরুর হাটে স্বাস্থ্য বিধি মানার বালাই দেখা যায় নি। অধিকাংশ লোকের মুখে মাস্ক দেখা যায় নি। আবার যাদের মাস্ক ছিল, তাও থুতনিতে পড়ে ছিল।
প্রতিবেদক: শিমুল হাছান, ১৭ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur