হাইমচরে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

চাঁদপুরের হাইমচরে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পল্লী সঞ্চয় ব্যাংক। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে হাইমচর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কার্যালয় প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রকল্যাণ টাস্ক-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক নুরে আলম তালুকদার।

শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পল্লী সঞ্চয় ব্যাংক কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি গ্রামীণ মানুষের ভাগ্যোন্নয়ন ও বিপদে পাশে দাঁড়ানোর একটি ভরসাস্থল। তীব্র শীতে প্রান্তিক মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পল্লী সঞ্চয় ব্যাংক চাঁদপুর শাখার জেলা কর্মকর্তা (ডিও) মোহাম্মদ শরীয়ত উল্লাহ সা‌য়েমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগ (উত্তর) বিভাগীয় মনিটরিং কর্মকর্তা জামাল উদ্দিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর সদর শাখা ব্যবস্থাপক মোঃ জিল্লুর রহমান এবং হাইমচর শাখা ব্যবস্থাপক মোঃ ফরিদ আহমেদ। এ সময় পল্লী সঞ্চয় ব্যাংক হাইমচর শাখার কর্মকর্তা, কর্মচারী এবং শীতবস্ত্র গ্রহণকারী স্থানীয় সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতি বছরই শীত মৌসুমে দেশের বিভিন্ন প্রান্তে পল্লী সঞ্চয় ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)
১৪ জানুয়ারি ২০২৬